ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুভ জন্মদিন

১০ নায়িকার সঙ্গে সালমানের জনপ্রিয় ১০ গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
১০ নায়িকার সঙ্গে সালমানের জনপ্রিয় ১০ গান ছবি: সংগৃহীত

২৭ ডিসেম্বর ৫২ বছরে পা দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ১৯৬৫ সালে ইন্দোর মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছেন তিনি। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্ব অভিনেতার ভূমিকায় অভিনয় করেন। এরপর সুরজ বরজারিয়া পরিচালিত ‘ম্যানে পেয়ার কিয়া’ ছবিতে প্রধান চরিত্রে দেখা যায় তাকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে।

একের পর এক হিট ছবি ও গান দর্শকদের উপহার দিয়েছেন এই তারকা। নায়িকা হিসেবে পেয়েছেন অনেকেই।

বলিউডের এই সুপারস্টারের জন্মদিন উপলক্ষে চলুন দেখে নেওয়া যাক জনপ্রিয় ১০ নায়িকার সঙ্গে তার সেরা ১০টি গান-

** মাধুরীর সঙ্গে ‘দেখা হ্যায় পেহলি বার’

** ভূমিকা চাওলার সঙ্গে ‘তেরে নাম’

** কাজলের সঙ্গে ‘সজন জি ঘর আয়ে’

** ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ‘চান্দ ছুপা বাদল ম্যায়’

** সুস্মিতা সেনের সঙ্গে ‘চুনারি চুনারি’

** প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘জিনে কে হ্যায় চার দিন’

** সোনাক্ষী সিনহার সঙ্গে ‘তেরে মাস্ত মাস্ত দো নেইন’

** কারিনা কাপুর খানের সঙ্গে ‘তেরি মেরি মেরি তেরি প্রেম কাহিনী’

** ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘লাপাতা’

** অসিনের সঙ্গে ‘ঢিংকাচিকা’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।