ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সমুদ্রপাড়ে পূজার রোমান্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
সমুদ্রপাড়ে পূজার রোমান্স পূজা ও আদ্রিত

শিশুশিল্পী থেকে এখন নায়িকা হয়ে পর্দায় আসছেন পূজা। অভিমন্যু মুখার্জি পরিচালিত ‘নূর জাহান’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।

আগামী ১৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। ছবিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আদ্রিত।

ছবিটি প্রযোজনা করেছেন ভারতের রাজ চক্রবর্তী এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

সোমবার (১ জানুয়ারি) ‘মন বলেছে’ শিরোনামে ছবিটির একটি ভিডিও গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। সমুদ্রপাড়ে দৃশ্যায়িত গানটিতে দেখা মিলেছে পূজা ও আদ্রিতর রোমান্সকর দৃশ্য।  

গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। সংগীতায়োজন করেছেন কলকাতার স্যাভি। ২০১৬ সালের মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাত’র রিমেক ‘নূরজাহান’।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।