ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গৌরীর দোকানে অভিষেক-ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
গৌরীর দোকানে অভিষেক-ঐশ্বরিয়া গৌরীর দোকানে অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতি

শাহরুখ খানের সহধর্মিনী গৌরী খান পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের ঘর-বাড়িও সাজিয়ে দেন তিনি। কয়েক মাস আগে মুম্বাইয়ের জুহুতে ‘গৌরী খান ডিজাইনস’ নামে ইন্টেরিয়র ডিজাইনের একটি স্টোর উদ্বোধন করেছেন গৌরী খান।

এটি গৌরীর প্রথম স্টোর। এরই মধ্যে এখান থেকে ঘুরে গেছেন শ্রীদেবী, কাজল, রানী মুখার্জি, আমির খান, মালাইকা অরোরা, কারিশমা কাপুর, অমৃতা অরোরা, করণ জোহরসহ বলিউডের অসংখ্য  তারকা।

গৌরীর দোকানে অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিএদিকে, ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে এ বছর দেশের বাহিরে যায়নি শাহরুখ খান-গৌরী খান দম্পতি এবং অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতি। তাই গত ৩১ ডিসেম্বর বন্ধুর স্ত্রীর নতুন দোকানটি ঘুরে এলেন অ্যাশ। সেই সঙ্গে ছিলেন স্বামী অভিষেকও।

গৌরীর দোকানে অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিগৌরীর স্টোরে গিয়ে বিভিন্ন পোজে ছবি তুলেছেন অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতি। সম্প্রতি তারই কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন শাহরুখপত্নি। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।