ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে ঐশ্বরিয়া মা নার্গিস দত্তের সঙ্গে সঞ্জয় দত্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চন

এ বছরটি ভালোভাবেই শুরু হলো বচ্চনদের। সম্প্রতি কবি-গীতিকার সাহির লুধিয়ানভির জীবনী নিয়ে নির্মিত ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন অভিষেক বচ্চন। এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্জয় দত্তের মা নার্গিসের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নতুন একটি ছবি পরিচালনা করছেন প্রেরণা অরোরা। যেখানে সঞ্জয় দত্তের মা নার্গিসের চরিত্রে অভিনয় করবেন অ্যাশ।

তবে ছবিটির নাম এখনও ঠিক করা হয়নি।

নতুন ছবিটি প্রসঙ্গে প্রেরণা জানান, ‘ছবিটি নিয়ে কথা বলার এটি সঠিক সময় নয়। তবে এইটুকু বলতে পারি, এটি হতে যাচ্ছে ঐশ্বরিয়ার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। ’

রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে তার বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। এছাড়া আরও দেখা যাবে অনিল কাপুরকে। আগামী ১৫ জুলাই মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।