ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ার সন্তান পরিচয় দাবি ২৯ বছরের যুবকের! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ঐশ্বরিয়ার সন্তান পরিচয় দাবি ২৯ বছরের যুবকের! (ভিডিও) মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছিলো বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার নাতনি আরাধ্য বচ্চনের বেশ কয়েকটি স্থিরচিত্র। এরই মধ্যে উঠে এসেছে অবিশ্বাস্য এক খবর।

আরাধ্য বচ্চন নয়, ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রথম সন্তান অন্য কেউ। সম্প্রতি এমনটাই দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের এক যুবক।

তার দাবি, অ্যাশের আরও একটি সন্তান রয়েছে। আর সেই সন্তান অন্য কেউ নয়, তিনি নিজেই।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দেশিমার্টিনির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ওই যুবকের নাম সঙ্গীত কুমার। বয়স ২৯ বছর। ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার ৬ বছর আগেই নাকি বচ্চন ঘরণির কোলে জন্ম নেন তিনি।

সঙ্গীত কুমারের দাবি, ১৯৮৮ সালে আইভিএফ পদ্ধতির মাধ্যমে লন্ডনে জন্মগ্রহণ করেছি আমি। গত ২৭ বছর ধরে আমি শোদাভারামে বড় হয়েছি।

প্রাক্তন এই বিশ্বসুন্দরীকে শুধু মা দাবি করেই ক্ষান্ত হননি সঙ্গীত কুমার। তার দাবি ঐশ্বরিয়া এখন অভিষেক বচ্চনের সঙ্গেও থাকেন না। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের সদস্যরা।

** ঐশ্বরিয়াকে মা দাবি করা সঙ্গীত কুমারের ভিডিও

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।