ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মডার্ন ফোক ‘মন বাসনা’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
মডার্ন ফোক ‘মন বাসনা’ (ভিডিও) ‘মন বাসনা’ গানের দৃশ্য

প্রকাশিত হলো সংগীতশিল্পী মাস মাসুমের মডার্ন ফোক ‘মন বাসনা’। গত ৩১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে এটি। গানটি লিখেছেন ও সুর করেছেন মাসুম নিজেই। এর সংগীতায়োজন করেছেন আমজাদ হোসাইন।

পুবাইলে হয়েছে গানটির শুটিং। এতে অভিনয় করেছেন মাজেদ ও অজান্তা।

ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান ও নির্মাণ করেছে ই-মিউজিক।

‘মন বাসনা’ ছাড়াও বাপ্পা মজুমদারের সঙ্গে যুগোলবন্দী হয়ে ‘রাতের ট্রেন’, ‘কখনো ইচ্ছে হয়’, ‘চোখেরই জলে’, ‘একটা ছায়া’সহ অসংখ্য গান লিখেছেন মাস মাসুম। এছাড়া সোলস, আর্ক, প্রমিথিউস, এন্ড্রুকিশোর, পঞ্চম, কানিজ সুবর্না, কণাসহ অনেকের সঙ্গেই কাজ করেছেন তিনি।

** ‘মন বাসনা’ গানের (ভিডিও)

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।