ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনা-বাণী নয়, শহিদের প্রেমিকা শ্রদ্ধা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ক্যাটরিনা-বাণী নয়, শহিদের প্রেমিকা শ্রদ্ধা! শহিদ কাপুর, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ ও বাণী কাপুর (ছবি: সংগৃহীত)

নানা জটিলতায় পিছিয়ে গেছে শহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবতী’। তবে খুব শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন বলিউডে এই অভিনেতা। নতুন এই ছবির নাম ‘বাট্টি গুল মিটার চালু’। এটি পরিচালনা করছেন ‘টয়লেট: এক প্রেম কথা’খ্যাত পরিচালক শ্রী নারায়ণ সিং।

‘বাট্টি গুল মিটার চালু’ ছবিতে শহিদের বিপরীতে কে থাকবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিলো জল্পনা-কল্পনা। প্রথমে শোনা গিয়েছিলো- বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অথবা বাণী কাপুরকে দেখা যেতে পারে ছবিতে।

কিন্তু সেটি আর হচ্ছে না। কেননা নির্মাতারা ঘোষণা করেছেন শ্রদ্ধা কাপুরের নাম।

এ প্রসঙ্গে নির্মাতারা জানান, “শহিদ ও শ্রদ্ধাকে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে ‘বাট্টি গুল মিটার চালু’র দৃশ্যধারণ। এটি অসাধারন একটি প্রজেক্ট। আশা করছি সকলের ভালো লাগবে। ”

শ্রী নারায়ণ সিং পরিচালিত ‘বাট্টি গুল মিটার চালু’তে আইনজীবী এবং শহিদের প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। সবকিছু ঠিক থাকলে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।