ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

‘বিশ্বাস হচ্ছে না বিয়ে করছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
‘বিশ্বাস হচ্ছে না বিয়ে করছি’ সোনিয়া হোসেন (ছবি: সংগৃহীত)

‘ও আমার ছোটবেলার বন্ধু। আমাদের বন্ধুত্বের বয়স ১৩ বছর। এখনও আমরা একে অপরকে তুই সম্বোধন করি। হুট করে দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিলাম। বিশ্বাসই হচ্ছে না বিয়ে করছি’। হবু স্বামীকে নিয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলানিউজকে এভাবেই বলেন অভিনেত্রী সোনিয়া হোসেন।

বাদ আসর নিজ বাসাতে গাঁটছড়া বাঁধবেন সোনিয়া। পাত্র ময়মনসিংহের ছেলে শামীম আহমেদ স্টিভ।

বুধবার (৩ জানুয়ারি) সোনিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) গুলশানের একটি রেস্টুরেন্টে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন সোনিয়ার ঘনিষ্ঠজনেরা।  

সোনিয়া বলেন, হুট করেই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণে কোনো প্ল্যানিং করতে পারিনি। সবাইকে দাওয়াতও দিতে পারিনি। এলোমেলোভাবেই সব করছি। বলতে পারেন অনেক চাপে আছি। আমরা দু’জন যাতে সুখে-শান্তিতে সংসার করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাইছি।

সোনিয়া হোসেন ও শামীম আহমেদ স্টিভ (ছবি: সংগৃহীত)বিয়ের পর মিডিয়ায় নিয়মিত হবেন-এমন প্রশ্নের জবাবে সোনিয়া বলেন, অবশ্যই। আগে সবকিছু যেমনভাবে চলেছে, তেমনই চলবে। কাজের ব্যাপারে কোনো পরিবর্তন আসবে না। এ ব্যাপারে শামীমও আমাকে সাপোর্ট করে।

২০০৩ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচজনের হয়ে মিডিয়ায় সোনিয়া যাত্রা শুরু করেন। পরে ২০০৫ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রেমে পড়ার গল্প’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হয় তার। এরপর অসংখ্য নাটকে কাজ করেছেন সোনিয়া।

২০১৫ সালে ‘ইউটার্ন’ ছবির মধ্য দিয়ে সোনিয়ার বড় পর্দায় অভিষেক ঘটে। তিনি নিয়মিত বেশ কিছু টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮/ আপডেট সময়: ১৪০০ ঘণ্টা
জেআইএম/জিপি/আরআর​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।