ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

হঠাৎ কেনো রেগে গেলেন শহিদপত্নি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
হঠাৎ কেনো রেগে গেলেন শহিদপত্নি? মা মীরা রাজপুতের সঙ্গে মিশা কাপুর

২০১৬ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম কন্যা সন্তান। দু’জনের নামের প্রথম অক্ষর দিয়ে রাখা হয় তার নাম। অল্প সময়েই সকলের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠে সে।

এমনকি তাকে নিয়ে কোথাও গেলেও ঘিরে থাকেন পাপারাজিরা। ক্যামেরাবন্দি করায় ব্যস্ত হয়ে পড়েন আলোকচিত্রীরা।

কথা হচ্ছে- বলিউড অভিনেতা শহিদ কাপুর ও মীরা রাজপুত দম্পতির মেয়ে মিশা কাপুরকে নিয়ে।

সম্প্রতি মা মীরা রাজপুতের সঙ্গে পার্কে বেড়াতে গিয়েছিলো মিশা কাপুর। সেখানেও ঘটেছে একই ঘটনা। তার ছবি তোলার জন্য হুড়মুড় খেয়ে পড়েছিলেন আলোচিত্রীরা। আর এতেই বেশ চটে গিয়েছেন শহিদপত্নি।

পাপারাজিদের ওপর ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মীরা লিখেছেন, ‘আপনারা একটু দয়ালু হন। দয়া করে বাচ্চাদেরকে শৈশব উপভোগ করতে দিন। তাদের ছবি তোলার দায়িত্ব বাবা-মাকে দিন। ’  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।