ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

তৈমুরের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
তৈমুরের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়া! রবীন্দ্রনাথ ঠাকুর ও তৈমুর আলি খান

জন্মের পর থেকেই প্রচারের আলোয় আলোকিত কারিনা কাপুর খান ও সাইফ আলি খান দম্পতির ছেলে তৈমুর আলি খান। বয়সে ছোট হলেও, লাইমলাইট পাওয়া প্রতিযোগীতায় রীতিমতো টক্কর দিচ্ছে তার বাবা মাকে! তার কোনো ছবি আপলোড হলেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি। মোট কথা, বলিউডের সবচেয়ে পছন্দের স্টার কিড এখন তৈমুর।

প্রায় সময়ই বিভিন্ন কারণে খবরের শিরোনামে এসেছে ছোট নবাবের নাম। তবে এবার ভিন্ন কারণে শিরোনামে এসেছে সে।

সেটি হলো- তার মধ্যে নাকি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়া। সম্প্রতি এমনটাই দাবি করেছে তৈমুরের বাবা ও বলিউড অভিনেতা সাইফ আলি খান।

এ প্রসঙ্গে ‘তাশান’খ্যাত এই তারকা বলেছেন, ‘বংশগত ভাবেই তৈমুরের জিনে রয়েছে অনেক প্রতিভা। ওর মধ্যে কিছুটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়া রয়েছে। কিছুটা রাজ কাপুর (বলিউড অভিনেতা), কিছুটা মনসুর আলি খান পতৌদি (ভারতীয় ক্রিকেটার) রয়েছেন। ’’

বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নাতী তৈমুর আলি খান। শর্মিলা ঠাকুরের দাদী হলেন লতিকা ঠাকুর। যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনী। সেই সূত্রেই তৈমুর ঠাকুর বংশের বংশধর।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।