ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

শুরু হচ্ছে একক অভিনয় উৎসব ‘অদ্বিতীয়া নাট্যরঙ্গ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
শুরু হচ্ছে একক অভিনয় উৎসব ‘অদ্বিতীয়া নাট্যরঙ্গ’ ‘অদ্বিতীয়া নাট্যরঙ্গ’

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের নটমন্ডপে মণিপুরি থিয়েটার আয়োজনে আগামী ১০ থেকে ১২ জানুয়ারি তিন দিনব্যাপী একক অভিনয় উৎসব ‘অদ্বিতীয়া নাট্যরঙ্গ’ শুরু হচ্ছে।

১০ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় ৬টায় উৎসবের পর্দা উঠবে। সন্ধ্যা ৭টায় ঢাকা থিয়েটার পরিবেশন রোজী সিদ্দিকীর একক অভিনয়ে নাটক ‘পঞ্চনারী আখ্যান’।

নাটকটির রচয়িতা হারুন রশীদ, নির্দেশনা শহীদুজ্জামান সেলিম।

১১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় মণিপুরি থিয়েটার জ্যোতি সিনহার একক অভিনয়ে পরিবেশন করবে নাটক ‘কহে বীরাঙ্গনা’ নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এদিন রাত পৌনে ৮টায় ঢাকার পদাতিক নাট্য সংসদ পরিবেশন করবে শামছি আরা সায়েকার একক অভিনয়ে নাটক ‘গহনযাত্রা’ রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

১২ জানুয়ারি (শুক্রবার) দুপুর আড়াইটায় মুক্তমঞ্চে পদাবলী কীর্তন পরিবেশন করবে ভারত-বাংলাদেশের জনপ্রিয় পদাবলী কীর্তনিয়া ব্রজরানী সিনহা। সন্ধ্যা ৬টায় নটমন্ডপে ধ্রুপদী অ্যাকটিং স্পেস সামিউন জাহান দোলার একক অভিনয়ে পরিবেশন করবে নাটক ‘নভেরা’। হাসনাত আব্দুল হাইয়ের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন দোলা এবং নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব।

প্রতিদিন দুই নাটকের মধ্যবর্তী সময়ে ধানক্ষেতের মাঝখানে অস্থায়ীভাবে বানানো ভিন্নধর্মী মঞ্চে বসবে গানের আসর। সমাপনী দিন নাট্য পরিবেশনার পর থাকবে নাট্যকর্মীদের অংশগ্রহণে আনন্দ আয়োজন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।