ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

সিরাজ হায়দারকে চিরবিদায় দিলো এফডিসি, দাফন মুন্সীগঞ্জে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
সিরাজ হায়দারকে চিরবিদায় দিলো এফডিসি, দাফন মুন্সীগঞ্জে এফডিসিতে সিরাজ হায়দারের জানাজার নামাজ

ঢাকা: দীর্ঘদিনের কর্মস্থল থেকে শেষ বিদায় নিলেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টায় তার মরদেহ বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) নেওয়া হয়। দুপুর ২টায় সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

সিরাজ হায়দারকে শেষবারের মতো দেখতে এফডিসিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, ওমর সানী, হেলাল খান, আরজু, পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।  

সিরাজ হায়দারের জানাজার নামাজে তার পরিবারের সদস্যরাও এফডিসিতে উপস্থিত ছিলেন।

তার বড় ছেলে নাট্যনির্মাতা লেলিন হায়দার বাংলানিউজকে বলেন, বাবার মরদেহ গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার মীরকাদিম দরগাবাড়িতে নেওয়া হচ্ছে। বাবার ইচ্ছেতে বাদ মাগরিব তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে সিরাজ হায়দার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী অভিনেত্রী মিনা হায়দার, দুই ছেলে, এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।  

সদ্য প্রয়াত এই অভিনেতা দীর্ঘ অভিনয় জীবনে মঞ্চ, যাত্রা, টিভি ও চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নাম লিখিয়েছিলেন তিনি।  

**অভিনেতা সিরাজ হায়দার আর নেই 

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৮
জেআইএম/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।