ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

জুতা মারলো তামান্নাকে (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জুতা মারলো তামান্নাকে (ভিডিও) তামান্না ভাটিয়া

‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়াকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন ৩১ বছর বয়সী এক যুবক।

সম্প্রতি ভারতের হিমায়াতনগরে একটি স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তামান্না। তখন উপস্থিত দর্শকদের সারিতে দাঁড়িয়ে থাকা করিমুল্লাহ নামে এক ব্যক্তি তাকে উদ্দেশ করে জুতা ছুড়ে মারেন।

সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশ। এরই মধ্যে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ঘটনা প্রসঙ্গে ভারতীয় পুলিশ জানান, জুতাটি টার্গেট মিস করেছে তাই তামান্নার গায়ে পড়েনি। করিমুল্লাহ স্বর্ণের দোকানের কর্মকর্তা। তিনি তামান্নার অভিনয়ে ক্ষুব্ধ হয়ে তাকে জুতা মারেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি মুর্শিদাবাদ বি টেক গ্র্যাজুয়েটের ছাত্র৷

অসংখ্য তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তামান্না। ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

** তামান্নাকে জুতা ছুড়ে মারার ভিডিও

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জেএইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।