ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ফাহমিদা নবীর ‘ভুল করে ভালোবেসেছি’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
ফাহমিদা নবীর ‘ভুল করে ভালোবেসেছি’ ‘ভুল করে ভালোবেসেছি’ অ্যালবামের মোড়ক

সংগীতশিল্পী ফাহমিদা নবীর নতুন একক অ্যালবাম বের হচ্ছে। নাম ‘ভুল করে ভালোবেসেছি’। এতে নিজের সুর করা দুটি গান রেখেছেন তিনি। এগুলোর শিরোনাম ‘কে তুমি’ ও ‘তোমারই কথা’।

উল্লেখযোগ্য ব্যাপার হলো, প্রয়াত সুরস্রষ্টা লাকী আখন্দের সুরে ফাহমিদার গাওয়া ‘বিষণ্নতা’ শিরোনামের একটি গান আছে নতুন অ্যালবামে।

শিরোনাম গান ‘ভুল করে ভালোবেসেছি’ সুর করেছেন সজীব দাস।

নওরোজ নীপোর সুর করা গানগুলো হলো ‘যতো কথা’, ‘যা চলে যা’, ‘জানতে চেয়ো না তুমি’ ও ‘মনে পড়ে না’। সব গান লিখেছেন গোলাম মোর্শেদ।

বেঙ্গল ফাউন্ডেশনের সংগীত বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক জাহিদুল হক জানান, ঢাকার লালমাটিয়ায় বেঙ্গল বই প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় অ্যালবামটির প্রকাশনা হবে। এর মোড়ক উন্মোচন করবেন সংগীতশিল্পী সুবীর নন্দী।

অনুষ্ঠানে ফাহমিদা নবী সংগীত পরিবেশনও করবেন। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। বেঙ্গল ফাউন্ডেশনের নিবেদনে বাজারে আসছে ‘ভুল করে ভালোবেসেছি’।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।