ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ঠিক যেনো মায়ের মতো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
ঠিক যেনো মায়ের মতো শ্রীদেবী ও জানভি কাপুর

সদ্য প্রয়াত বলিউড সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুর দুই সপ্তাহ পার হতে না হতেই তার মেয়ে  জানভি কাপুর নিজের প্রথম ছবি ‘ধাড়াক’র শুটিংয়ে অংশ নিয়েছেন। আর এতেই বোঝা গেলো, মায়ের মতো মেয়েও কাজের প্রতি একেবারে দায়িত্বশীল।

এরই মধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে জানভির শুটিংয়ের কিছু স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে- শাড়ি পরে শুটিং করছেন তিনি।

ছবিগুলোর দেখার পর অনেকেই মন্তব্য করছেন শাড়ি পরা জানভিকে ঠিক যেনো তার মায়ের মতো দেখাচ্ছে।

শশাঙ্গ খাইতান পরিচালিত ‘ধাড়াক’ ছবিটির শুটিং হচ্ছে মুম্বাইয়ের বান্দ্রাতে। এটি প্রযোজনা করছেন করণ জোহর। এতে জানভির বিপরীতে থাকছেন শহিদ কাপুরের ভাই ইশান খাত্তার।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।