শ্রীদেবীর সঙ্গে শ্রীলতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বোনের ওপর শ্রীদেবী অনেকটা নির্ভরও ছিলেন।
এ বিষয়ে কাপুর পরিবারের এক ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে জানান, শ্রীদেবীর মৃত্যুর পর প্রকাশ্যে শ্রীলতা কোনও কথা বলেননি। এমনকি শ্রীদেবীর মরদেহের পাশেও শ্রীলতাকে দেখা যায়নি। শ্রীদেবীর মৃত্যুর পর তার এমন ব্যবহার অবাক করার মতো।
শ্রীদেবী ও শ্রীলতা
সূত্রের দাবি, শেষ সময়ে দুবাইতে যে কয়েকজনের সঙ্গে শ্রীদেবীর কথা হয়েছিল শ্রীলতা তাদের মধ্যে একজন।শোনা যাচ্ছে, চেন্নাইয়ে শ্রীদেবীর বাংলোর মালিকানা পাবেন শ্রীলতা এবং তার স্বামী সতীশ। ইনকাম ট্যাক্সের ঝামেলা এড়াতে শ্রীদেবী বাংলোটি শ্রীলেখার নামে রেজিস্ট্রি করেন। তার মৃত্যুর পর বাংলোটি এখন তিনি পাবেন।
সম্পত্তি নিয়ে দুই বোনের মধ্যে দেয়াল গড়ে উঠেছিল দুই দশক আগে। শ্রীদেবীর স্বামী বনি কাপুর সেসময় দু’জনের ভাঙা সম্পর্ক জোড়া লাগান। শ্রীদেবীর মায়ের মৃত্যুর পর থেকে শ্রীলতাই তার পাশে থাকতেন।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরআর