ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিদ্ধার্থের সঙ্গে প্রেম করতে চান শহিদপত্নী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
সিদ্ধার্থের সঙ্গে প্রেম করতে চান শহিদপত্নী! শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতি ও সিদ্ধার্থ মালহোত্রা

বলিউড ইন্ডাস্ট্রির কেউ না হয়েও বেশ জনপ্রিয় শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। যখন যেখানে যান পাপারাজ্জিরা ঘিরে থাকে তাকে। এমনকি তার বন্ধুদের তালিকায় রয়েছে বলিউডের বহু তারকার নাম।

এসব পুরাতন খবর, নতুন খবর হলো- বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করতে চান শহিদপত্নী। সম্প্রতি নেহা ধুপিয়ার সঞ্চালিত টক শো ‘বিএফএফএস উইথ ভোগ’-এর দ্বিতীয় মৌসুমে অতিথি হয়ে হাজির হয়েছিলেন শহিদ-মীরা।

সেখানেই এ কথা জানান মীরা। নেহা ধুপিয়ার সঙ্গে শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতিঅনুষ্ঠানে মীরাকে প্রশ্ন করা হয় তিনি বলিউডের কোন অভিনেতার সঙ্গে প্রেম করতে চান? জবাবে তিনি বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নাম নেন।

কিন্তু সিদ্ধার্থের সঙ্গেই কেনো প্রেম করতে চান? এর জবাবে শহিদপত্নী বলেন, ‘কারণ আমরা দুজনই দিল্লির বাসিন্দা। ’

২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। মিশা কাপুর নামে একটি কন্যা সন্তান রয়েছে এই দম্পতির।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।