ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কারিনার ৪৫ হাজার রুপির টি-শার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
কারিনার ৪৫ হাজার রুপির টি-শার্ট কারিনা কাপুর খান

বলিউডে ফ্যাশন ও স্টাইলের প্রসঙ্গ উঠলে সামনের সারিতে থাকে কারিনা কাপুর খানের নাম। বিমানবন্দর থেকে শুরু করে পার্টি, সব জায়গায় স্টাইলিশ ও ভিন্ন রকম পোশাক পরে হাজির হন তিনি। এগুলোর মূল্যও বেশ চড়া।

শুধু পার্টি নয়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও জিমে যাওয়ার সময় দামি পোশাক পরেন বেবো (কারিনার ডাকনাম)। এর প্রমাণ পাওয়া গেলো আবার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে কারিনার একটি স্থিরচিত্র। এতে দেখা যাচ্ছে, একটি টি-শার্ট ও কালো রঙা লেগিং পরেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

কারিনার পরনে ৪৫ হাজার রুপির সেই টি-শার্টজানা গেছে, নবাবপত্নী কারিনার পরা টি-শার্টটি বিখ্যাত ব্র্যান্ড গুচ্চির। এর মূল্য ৪৫ হাজার রুপি।

এদিকে কারিনার নতুন ছবি ‘ভিরে ডি ওয়েডিং’ মুক্তি পাবে আগামী ১ জুন। এর মাধ্যমে মা হওয়ার পর রূপালি পর্দায় প্রত্যাবর্তন হবে তার।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।