ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আকাশ আম্বানির বাগদান পার্টিতে তারার হাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আকাশ আম্বানির বাগদান পার্টিতে তারার হাট শাহরুখ খান ও করণ জোহরের সঙ্গে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা

সম্প্রতি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদান সম্পন্ন হয়েছে। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা গোয়ায় হীরা ব্যবসায়ীর কন্যার সঙ্গে বাগদান সারলেন আকাশ। যেখানে শুধু উপস্থিত ছিলেন- পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনছেলের বাগদান সম্পন্ন হওয়ায় মুম্বাই ফিরে একটি পার্টির আয়োজন করেন ধনকুবের মুকেশ আম্বানি-নীতা আম্বানি দম্পতি। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা, ক্রিকেটার, ব্যবসায়ী ও আত্মীয়-স্বজন।

 

শাহরুখ খানআকাশের হবু স্ত্রীর নাম শ্লোকা মেহতা। রোজি ব্লু ডায়মন্ডের কর্ণধার রাসেল মেহতার মেয়ে শ্লোকা। আগামী ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে আকাশ-শ্লোকা। মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলে হবে তাদের বিয়ের সকল আনুষ্ঠান।
ক্যাটরিনা কাইফ

ক্রিকেটার হরভাজন সিং

স্ত্রী ও ছেলের সঙ্গে পরিচালক রাজকুমার হিরানী

স্ত্রীর সঙ্গে বলিউডের জনপ্রিয় আলোকচিত্রী ডাব্বু রত্নানি

স্ত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে ক্রিকেটার জহির খানবাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।