ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সুঁই ধাগা’ ফেলে স্বামীর কাছে আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
‘সুঁই ধাগা’ ফেলে স্বামীর কাছে আনুশকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সুঁই ধাগা’ ছবির শ্যুটিং নিয়ে মধ্যপ্রদেশের চান্দেরিতে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন আনুশকা শর্মা। সেখান থেকে বিরতি পেয়েই স্বামীর কাছে ছুটে আসেন বলিউডের এই অভিনেত্রী।

বিরাট কোহলি ও আনুশকা শর্মাসম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মধ্যপ্রদেশের পর্ব শেষ হওয়ার পর গত ২৪ মার্চ দিল্লিতে শুরু হওয়ার কথা ছিলো ‘সুঁই ধাগা’র পরবর্তী শ্যুটিং। কিন্তু ২২ তারিখেই শ্যুটিং প্যাক আপ করে নয়াদিল্লি ফিরে আসেন আনুশকা।

এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। এ কারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিরাট। এছাড়া আনুশকার শ্যুটিংয়ের কাজ থাকায় দু’জনের সময়সূচির সঙ্গে মিলছিলো না। তাই সুযোগ পেয়েই স্বামীর সঙ্গে সময় কাটনোর জন্য ছুটে এসেছেন ‘পিকে’খ্যাত এই তারকা।  

আনুশকা শর্মা ও বিরাট কোহলিমনীষ শর্মা পরিচালিত ‘সুঁই ধাগা’তে আনুশকার বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান। আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।