ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ কোন নিলয়?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এ কোন নিলয়? নিলয় আলমগীর

পাগল বেশে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নিলয়। যার সঙ্গেই দেখা হচ্ছে তাকে ধরেই জিজ্ঞাসা করছেন কিছু একটা। এমনই রহস্যময় চরিত্রে তিনি হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন ও মৌমিতা নদীর নতুন গানে।

ওমর ফারুকের কথায় নতুন দ্বৈত গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা এবং ভিডিওর গল্প লিখেছেন ইলিয়াস হোসাইন নিজেই।

উত্তরা ও ৩০০ ফিটে হয়েছে গানটির শুটিং।

ইলিয়াস হোসাইন, নিলয় আলমগীর ও মৌমিতা নদীগানটি প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, “অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ আলাদা। মডেল হিসেবে পেয়েছি নিলয়ের মতো জনপ্রিয় মুখকে। তাকে নিয়ে এটিই আমার প্রথম কাজ। সব মিলিয়ে আমার দর্শক-শ্রোতাদের জন্য নতুন চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গান এবং ভিডিওটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। ”

নিলয় বলেন, “মিউজিক ভিডিওর গল্পটি যখন ইলিয়সের মুখে শুনি, এক কথায় ভালো লেগে যায়। ভিডিওতে আমাকে সম্পূর্ণ নতুন গেটআপে দেখা যাবে। এরকম গেটআপে দর্শক আমাকে এর আগে দেখেনি। গানটিও খুব সুন্দর। এই মিউজিক ভিডিওটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো শ্যুটিং ইউনিটকেই। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে। ”

নিলয় আলমগীর, মৌমিতা নদী ও ইলিয়াস হোসাইনআগামী ২৯ মার্চ ইউটিউবে প্রকাশিত হবে ‘হয়নি বলা’ শিরোনামের গানটির ভিডিও।

এটি প্রকাশ করছে ধ্রুব মিউজক স্টেশন (ডিএমএস)। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।