ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বৈশাখে শিশুতোষ ‘ব্যাং ব্যাং’র মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
বৈশাখে শিশুতোষ ‘ব্যাং ব্যাং’র মিউজিক ভিডিও ‘ব্যাং ব্যাং’র মিউজিক ভিডিওয়ের দু’টি দৃশ্য

আসছে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) প্রকাশ হচ্ছে আহমেদ তোফায়েলের শিশুতোষ গান ‘ব্যাং ব্যাং’এর মিউজিক ভিডিও। 

এ গানে আহমেদ তোফায়েলের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন রিমবিক, অনন্যা ও তাসনুভ। কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

মিউজিক তাসনুভ। আর মিক্সিং মাস্টারিং রোকন ইমন। ভিডিও পরিচালনা করেছেন সোহান। গানের মডেল হিসেবে শিল্পী আহমেদ তোফায়েলের সঙ্গে রয়েছেন মাহা এবং অন্যরা।

গানটি প্রসঙ্গে আহমেদ তোফায়েল বলেন, ‘শিশুদের নিয়ে বাংলায় খুব বেশি গান হয় না। সেই শূন্যতা পূরণে ব্যাং ব্যাং একটি ছোট্ট প্রয়াস। এই গানে শিশুদের কেবল আনন্দ দেওয়ার কথাই ভাবা হয়েছে। ’

তিনি জানান, ব্যাং ব্যাং, বৃষ্টির গান, শিশুদের গান। আসছে পহেলা বৈশাখে গানটির ভিডিও দেখা যাবে ইউটিউব, দুরন্ত টিভিসহ অন্যান্য টিভিতে।

পেশায় সংবাদকর্মী আহমেদ তোফায়েল গানের প্রতি অগাধ ভালবাসা। সেই ভালোবাসা থেকেই ভেতরের গল্প আর সুরের ছন্দে বলতে চান কিছু কথা।  

এর আগে ‘আহা রে’ শিরোনামের একটি গান করে প্রশংসা পেয়েছিলেন। ‘ব্যাং ব্যাং’ও আশাবাদী করছে তাকে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।