ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইপিএল মাতাবেন রণবীর-বরুণ-জ্যাকলিন-পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আইপিএল মাতাবেন রণবীর-বরুণ-জ্যাকলিন-পরিণীতি রণবীর সিং, জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান ও পরিণীতি চোপড়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রতি আসরেই তারার সমারোহ দেখা যায়। এবারও আয়োজকরা বলিউডের হেভিওয়েট তারকাদের হাজির করছেন।

আগামী ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে আইপিএলের ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেতা রণবীর সিং, বরুণ ধাওয়ান, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও পরিণীতি চোপড়া। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

প্রতিবারের মতো এবারও অতিথি সারিতে দেখা যাবে বলিউডের অনেক মুখ। তবে এ বছর আট নয়, দেখা যাবে মাত্র দুই দলের অধিনায়ককে। তারা হলেন- এমএস ধোনী (চেন্নাই সুপার কিংস) ও রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ানস)।

বাকি ছয় দলের অধিনায়ক বিরাট কোহলি (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), স্টিভেন স্মিথ (রাজস্থান রয়েলস), গৌতম গম্ভীর (দিল্লি ডেয়ারডেভিলস), রবিচন্দ্রন অশ্বিন (কিংস ইলেভেন পাঞ্জাব), দিনেশ কার্তিক (কলকাতা নাইট রাইডার্স) ও ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) কেনো আসবেন তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।