ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টাইগারের চুলের জন্য ৫ সপ্তাহ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
টাইগারের চুলের জন্য ৫ সপ্তাহ! ‘বাঘি টু’ ছবির দৃশ্যে টাইগার শ্রফ

সাজিদ নাদিয়াড়ওয়ালা পরিচালিত ‘হিরোপান্তি’ ছবির মধ্য দিয়ে ২০১৪ সালে বলিউডে পা রাখেন টাইগার শ্রফ। এরপর ‘বাঘি’, ‘মুন্না মাইকেল’ ও ‘অ্যা ফ্লাইয়িং জেট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন টাইগার। কিন্তু কখনও ছোট চুলে দেখা যায়নি ২৮ বছর বয়সী এই তারকাকে।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাঘি’ ছবির সিক্যুয়েল ‘বাঘি টু’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাইগার। যেখানে একেবারে নতুন রূপ নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছে জ্যাকিপুত্র।

ছবিতে অভিনয়ের জন্য নিজের সাধের বড় চুল কেটে ছোট করে ফেলেছেন বলিউডের এই অভিনেতা। এমনকি বদলে দিয়েছেন শারিরীক গড়ন।

‘বাঘি টু’ ছবির দৃশ্যে টাইগার শ্রফমজার ব্যাপার হলো- ছবিতে যে নতুন রূপে হাজির হয়েছেন টাইগার তার জন্য নাকি অপেক্ষা করতে হয়েছে ৫ সপ্তাহ। সম্প্রতি এমনটাই জানালেন হেয়ার স্টাইলিস্ট অমিত যশওয়ান্ত।

এ প্রসঙ্গে অমিত জানান, গত চার বছর ধরে আমি টাইগারের সঙ্গে কাজ করছি। ‘বাঘি টু’ ছবির জন্য তিনি কখনও তার চুল ছোট করতে চাননি। কেননা বড় চুল বেশি পছন্দ করেন বলিউডের এই অভিনেতা। কিন্তু যখন সাজিদ (প্রযোজক) এবং আহমেদ (পরিচালক) স্যার তাকে রাজি করালেন তখন তিনি আমাকে বিশ্বাস করে চুল ছোট করতে রাজি হন।

‘বাঘি টু’ ছবির দৃশ্যে টাইগার শ্রফঅমিত আরও বলেন, টাইগার যেহেতু বড় চুল পছন্দ করে তাই অল্প অল্প করে আমরা চুল কাটা শুরু করি। ‘বাঘি টু’তে তাকে যে চুলে দেখা যাচ্ছে, সেটি করতে আমাদের ৫ সপ্তাহ সময় লেগেছে। তবে শেষমেষ তার লুকটি যে দর্শকের পছন্দ হয়েছে এজন্য আমি আনন্দিত।

আহমেদ খান পরিচালিত ও সাজিদ নাদিয়াড়ওয়ালা প্রযোজিত ‘বাঘি টু’ মুক্তি পাবে ৩০ মার্চ। এতে টাইগারের সহশিল্পী হিসেবে রয়েছেন প্রেমিকা দিশা পাতানি।

** ‘বাঘি টু’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।