ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কানের লালগালিচায় হাঁটবেন সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
কানের লালগালিচায় হাঁটবেন সোনম সোনম কাপুর

দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আগামী মে মাসে সুইজারল্যান্ডে হবে তাদের বিয়ের সকল অনুষ্ঠান। বেশ কিছুদিন ধরে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড মহলে।

এরই মধ্যে শোনা গেলো আরও একটি খুশির খবর। বিখ্যাত সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন সোনম।

সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এ প্রসঙ্গে সোনমের একটি ঘনিষ্ঠ সূত্র জানান, ‘২০১৭ সালের মতো ২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচাতে দেখা যাবে সোনমকে। ’

গত বারের মতো এবারও কানের লালগালিচায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোন থাকছেন কিনা তা এখনও জানা যায়নি। এছাড়া সোনম কোন দিন লালগালিচায় পা মাড়াবেন সেটিও চূড়ান্ত হয়নি। আগামী ০৮ মে শুরু হবে এবারের কান উৎসব। চলবে ১৯ মে পর্যন্ত।

গত বছর ষষ্ঠমবারের মতো কানের লালগালিচায় পা মাড়িয়েছেন সোনম। সর্বশেষ ‘প্যাডম্যান’ ছবিতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।