ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন লুকে সাড়া ফেলেছেন অমিতাভ বচ্চন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
নতুন লুকে সাড়া ফেলেছেন অমিতাভ বচ্চন নতুন লুকে অমিতাভ বচ্চন

সাই রা নরসিমহা রেড্ডিকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বলা হয়। তাকে নিয়ে দক্ষিণে নির্মাণ হচ্ছে বায়োপিক। আর এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বলিউড ‘শাহেন শাহ’ অমিতাভ বচ্চন।

সম্প্রতি টুইটারে সিনেমাটির বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। ছবিতে মুখভর্তি লম্বা দাড়ি নিয়ে হাজির হয়েছেন তিনি।

প্রকাশের পরপরই ছবিটি বেশ সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে তার এই লুক নিয়ে প্রশংসাও করছেন।

সিনেমার শ্যুটিং-এ অমিতাভ বচ্চনচলচ্চিত্রটিতে সাই রা নরসিমহা রেড্ডির চরিত্রে অভিনয় করছেন তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী। তার গুরু চরিত্রে অভিনয় করেছেন ‘বিগ বি’। বায়োপিকটি নির্মাণ করছেন প্রযোজক ও অভিনেতা রাম চরণ। পরিচালনা করছেন সুরেন্দের রেড্ডি। সম্প্রতি হায়দ্রাবাদে সিনেমাটির শ্যুটিং হয়েছে।

বিগ বি এই চলচ্চিত্রটি ছাড়াও ‘থাগস অব হিন্দুস্তান’ ও ‘১০২ নট আউট’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খুব শিগগরই চলচ্চিত্র দুটির শ্যুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।