ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বানসালির সঙ্গে দেখা করলেন শ্রীদেবীর দুই মেয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
বানসালির সঙ্গে দেখা করলেন শ্রীদেবীর দুই মেয়ে সঞ্জয়লীলা বানসালি, খুশি কাপুর, শ্রীদেবী ও জানভি কাপুর

‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ছবির মধ্য দিয়ে ১৯৯৬ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সঞ্জয়লীলা বানসালি। এরপর ‘ব্ল্যাক’, ‘দেবদাস’, ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’র মতো ব্লকবাস্টার ছবিগুলো পরিচালনা করেছেন তিনি।

জনপ্রিয় এই পরিচালকের সঙ্গে কাজ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুরের মতো তারকা।  

এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে প্রায়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুরের নাম।

শুক্রবার (৩০ মার্চ) শ্রীদেবীর দুই মেয়ে জানভি কাপুর ও খুশি কাপুরকে দেখা গেছে বানসালির অফিসে। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে- বানসালির পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে কাজ করবেন জানভি। তবে একসঙ্গে কাজ করার ব্যাপারে কোনো মন্তব্য করেননি বানসালি-জানভি।

করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’-এ কাজ করছেন জানভি কাপুর। এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড অভিষেক হচ্ছে তার। সম্প্রতি কলকাতায় হয়েছে এর শ্যুটিং। ছবিতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান খাত্তারকে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।