ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কফি শপ উদ্বোধন করলেন সাকিব-ফাহমিদা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
কফি শপ উদ্বোধন করলেন সাকিব-ফাহমিদা ফিতা কেটে ‘ক্রেম দে লা ক্রেম’ কফি শপ উদ্বোধন করছেন ফাহমিদা নবী ও সাকিব আল হাসান

নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরে যাত্রা শুরু করলো নতুন একটি কফি শপ। শনিবার (৩১ মার্চ) রাতে ফিতা ও কেক কেটে রাজধানী গুলশানের ‘ক্রেম দে লা ক্রেম’র উদ্বোধন করেন তারা।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। এছাড়াও প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

কফি প্রেমিকদের জন্য জাপানিজ কনসেপ্ট নিয়ে নতুন এই কফি শপটি সাজানো হয়েছে। এখানে জাপান থেকে আমদানিকৃত ২৬টি বিখ্যাত ও প্রচলিত সেরা কফিবীজ থেকে তৈরি কফি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।