ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসিফ-আঁখির বৃষ্টি ভেজা গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
আসিফ-আঁখির বৃষ্টি ভেজা গান ‘টিপ টিপ বৃষ্টি’ গানের দৃশ্যে আসিফ আকবর ও আখিঁ আলমগীর

নতুন একটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও আখিঁ আলমগীর। ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামের গানটিতে একসঙ্গে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন নন্দিত এই দুই শিল্পী।

গানটির সুর-সঙ্গীত করার পাশাপাশি লিখেছেন তরুন মুন্সী। ভাস্কর জনির নির্দেশনায় সম্প্রতি পুবাইলে এর শ্যুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। সুরেও অনেক ভিন্নতা রয়েছে। সবার জন্য দারুণ একটি গান অপেক্ষা করছে। ’

আঁখি আলমগীর বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়া মানেই বিশেষ কিছু। তার গায়কীতে আলাদা একটি ব্যাপার রয়েছে। শ্রোতাদের জন্য আরও একটি ভালো গান প্রকাশ হতে যাচ্ছে। ’

আগামী ০২ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘টিপ টিপ বৃষ্টি’।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।