ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীরকে নিয়ে ক্যাটরিনা-আলিয়ার দ্বন্দ্ব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
রণবীরকে নিয়ে ক্যাটরিনা-আলিয়ার দ্বন্দ্ব! রণবীর কাপুর, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে জিম প্রায় বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের।

মজার ব্যাপার হলো- ক্যাটরিনা বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা আর আলিয়া বর্তমান।

বেশ কিছুদিন ধরেই বলিউড মহলে শোনা যাচ্ছে, রণবীর-আলিয়ার প্রেমের গুঞ্জন।

এমনকি রণবীরের মা নীতু কাপুরও নাকি পুত্রবধু হিসেবে মেনে নিয়েছেন ভাটকন্যাকে।

কিন্তু রণবীর-আলিয়ার এই ঘনিষ্ঠতা মোটেও পছন্দ হয়নি ক্যাটের। আর এ নিয়েই নাকি দুই বন্ধুর মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভাট। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, মৌনি রয়সহ প্রমুখ।

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ করছেন ক্যাটরিনা কাইফ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।