ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রতারণা মামলায় অভিনেতা আহমেদ শরীফের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
প্রতারণা মামলায় অভিনেতা আহমেদ শরীফের কারাদণ্ড আহমেদ শরীফ

ঢাকা: চেক প্রতারণা মামলায় চলচ্চিত্রের খল অভিনেতা আহমেদ শরীফকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এক লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণা মামলায় সোমবার (২ এপ্রিল) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন।  

রায় ঘোষণার সময় আহমেদ শরীফ আদালতে উপস্থিত ছিলেন না।

তিনি এ মামলায় জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

২০১৫ সালের ৫ মার্চ মোশারফ হোসেন সুমন নামে এক ব্যবসায়ী আহমেদ শরীফের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ বলা হয়, আহমেদ শরীফের কাছে বাদীর ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি দুই দফায় ব্যাংকে চেক জমা দিলেও তা প্রত্যাখ্যাত হয়।

এরপর বাদী উকিল নোটিশ দিলেও আহমেদ শরীফের পাওনা টাকা ফেরত দেননি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমআই/জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।