ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উইল স্মিথকে চুমু দিতে সোফিয়ার অস্বীকৃতি! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
উইল স্মিথকে চুমু দিতে সোফিয়ার অস্বীকৃতি! (ভিডিও) সোফিয়া ও উইল স্মিথ

গত ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) অনুষ্ঠানে হাজির হয়েছিলো বিশ্বের প্রথম রোবট নাগরিক সোফিয়া। সেখানেই তিনি জানিয়েছিলেন, শাহরুখ খান তার প্রিয় অভিনেতা।

তবে এবার নিজের পছন্দ নয় বরং এক হলিউড অভিনেতার সঙ্গেই ডেটিংয়ে চলে গেছেন সোফিয়া। এরই মধ্যে ইউটিউবে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

সোফিয়া ও উইল স্মিথভিডিওতে দেখা যাচ্ছে, হলিউড অভিনেতা উইল স্মিথের সঙ্গে আড্ডা দিচ্ছেন সোফিয়া। কিছুক্ষণ কথা বলার পরে সোফিয়াকে চুমু দিতে যান স্মিথ। এসময় সোফিয়া তাকে চমকে দিয়ে উত্তর দেয়, ‘‘আমার মনে হয় আমরা বন্ধু হতে পারি। নিজেদের মধ্যে সময় কাটিয়ে পরস্পরকে আরও একটু চেনা উচিত। ’’

** সোফিয়া-উইল স্মিথের ডেটিংয়ের ভিডিও

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।