ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শত কোটির ঘরে টাইগারের ‘বাঘি টু’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
শত কোটির ঘরে টাইগারের ‘বাঘি টু’! ‘বাঘি টু’ ছবির দৃশ্যে টাইগার শ্রফ

বক্স অফিসে ঝড় তুলেই যাচ্ছে টাইগার শ্রফ ও দিশা পাতানি অভিনীত ‘বাঘি টু’। গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর প্রথমদিনেই এটি আয় করে নেয় ২৫ কোটি রুপি। খুব শিগগিরই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাচ্ছে ছবিটি।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, “১০০ কোটির ঘরে পৌঁছে যাচ্ছে ‘বাঘি টু’। এর মধ্য দিয়ে ১০০ কোটির ক্লাবে অভিষেক হলো টাইগার শ্রফের।

পাঁচ দিনে ছবিটির মোট আয় ৯৫ কোটি ৮০ লাখ রুপি। ”

এদিকে, এ বছর ১০০ কোটি আয় করার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে টাইগার অভিনীত ‘বাঘি টু’। প্রথমে রয়েছে দীপিকা পাড়ুকোনের ‘পদ্মাবত’ ও দ্বিতীয় স্থানে রয়েছে অজয়ের ‘রেইড’।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।