ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পূর্ণিমার অতিথি সিয়াম-তৌসিফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
পূর্ণিমার অতিথি সিয়াম-তৌসিফ সিয়াম আহমেদ, পূর্ণিমা ও তৌসিফ মাহবুব

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় তারকাদের আড্ডা বিষয়ক অনুষ্ঠান ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মিলে নতুন নতুন তারকার। সে ধারাবাহিকতায় এবার নতুন একটি পর্বে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ সিয়াম আহমেদ ও তৌসিফ মাহবুব।

সিয়াম ও তৌসিফ দু’জন খুব ভালো বন্ধু। ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে ‘মনের মাঝে তুমি’খ্যাত নায়িকার সঙ্গে আড্ডায় মাতেন তারা।

পাশাপাশি তরুণ অভিনেতাদ্বয় কথা বলেন তাদের বন্ধুত্ব ও জীবনের নানা জানা-অজানা বিষয় নিয়ে। সম্প্রতি অনুষ্ঠানটির নতুন পর্বটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে তৌসিফ বলেন, পূর্ণিমা আপু আমার প্রিয় একজন অভিনেত্রী। তার উপস্থাপনা বেশ প্রশংসিত। অনুষ্ঠানটিতে প্রাণভরে আমরা দু’জন আড্ডা দিয়েছি। আশা করছি দর্শকরা অনুষ্ঠানটি দেখে আনন্দ পাবেন।

সিয়াম আহমেদ ও তৌসিফ মাহবুবসিয়াম বলেন,  পূর্ণিমা আপুর সঙ্গে একটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ চমৎকার। এবার তার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’য় আড্ডা দিলাম। আড্ডাটি বেশ প্রানবন্তর ছিলো।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। প্রতি শনিবার রাত ১০টায় আরটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।