ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের জন্য রানীর ভালোবাসা, ক্যাটরিনার প্রার্থনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
সালমানের জন্য রানীর ভালোবাসা, ক্যাটরিনার প্রার্থনা রানী মুখার্জি, সালমান খান ও ক্যাটরিনা কাইফ

দীর্ঘদিন ধরে চলে আসা কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায় ঘোষণা করা হবে আজ। এ কারণে বুধবার (০৪ এপ্রিল) যোধপুরের উদ্দেশ্যে রওনা দেন সালমান খান।

সালমান খান যাতে মামলা থেকে খালাস পান সে কারণে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

মঙ্গলবার (০৩ এপ্রিল) রাতে সালমানের বোন অর্পিতা খান শর্মাকে নিয়ে মন্দিরে যান ক্যাটরিনা।

এসময় তাদের সঙ্গে ছিলো সালমানের ভাগিনা আহিল শর্মা।

অন্যদিকে, সালমানের রায় প্রসঙ্গে বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘আমি সবসময় তার সঙ্গে রয়েছি এবং আমার ভালোবাসা সবসময় তার সঙ্গে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
বিএসকে

** যোধপুর আদালতে সালমান-সাইফ-টাবু-সোনালি-নীলম
** ৬ বছর জেল হতে পারে সালমানের!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।