ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পহেলা বৈশাখে বাপ্পি-অনুরূপের ‘তাকডুমাদুম তাক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
পহেলা বৈশাখে বাপ্পি-অনুরূপের ‘তাকডুমাদুম তাক’ অনুরূপ আইচ ও খন্দকার বাপ্পি

পহেলা বৈশাখে আসছে নতুন গান ‘তাকডুমাদুম তাক’। গীতিকার ও লেখক অনুরূপ আইচের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন খন্দকার বাপ্পি। সুর ও সংগীত করেছেন আমিত কর।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, গানটিতে বাপ্পি খুব ভালো গেয়েছেন। অমিত কর বেশ যত্ন করে সুর করেছেন।

আশা করছি গানটি সকলের অনেক ভালো লাগবে।

বাপ্পি বলেন,  এই গানটি নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। দীর্ঘ এক বছরের সময় নিয়ে কাজ করেছি। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।     

গত বছর গানটির কাজ শুরু হলেও এ বছর রিলিজ করা হচ্ছে সিডি ভিশনের ব্যানারে। এছাড়াও বিটিভি’র পরিবর্তন অনুষ্ঠানে পহেলা বৈশাখে ‘তাকডুমাদুম তাক’ গানটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।