ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কানের উদ্বোধনী ছবি ‘এভরিবডি নৌস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
কানের উদ্বোধনী ছবি ‘এভরিবডি নৌস’ কানের উদ্বোধনী ছবি -এভরিবডি নৌস

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হবে ইরানি নির্মাতা আসগর ফারহাদির ‘এভরিবডি নৌস’। আগামী ৮ মে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এটি নির্বাচিত হয়েছে কম্পিটিশন বিভাগে।

‘এভরিবডি নৌস’ হলো স্প্যানিশ ভাষার ছবি। এর গল্প লরা নামের এক নারীকে ঘিরে।

স্বামী ও সন্তান নিয়ে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারস থেকে স্পেনে ফেরেন তিনি। কিন্তু সেখানে অপ্রত্যাশিত একটি ঘটনা বদলে দেয় তাদের জীবন।  

ছবিটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম ও স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ।

৭১তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের অন্য ছবিগুলোর নাম ঘোষণা করা হবে আগামী ১২ এপ্রিল। ৮ মে শুরু হয়ে এই আয়োজনের পর্দা নামবে ১৯ মে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।