ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিওতে আমিন খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
মিউজিক ভিডিওতে আমিন খান ‘আমার একটাই বোন’ গানের দৃশ্যে আমিন খান ও আতিকা রহমান মম

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন চিত্রনায়ক আমিন খান। ‘আমার একটাই বোন’ শিরোনামের এই গানটি গেয়েছেন শিশুশিল্পী আতিকা রহমান মম ও লাভলু। এতে মম’র বড় ভাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাকে।

অভিনয় জীবনে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন আমিন খান। সাম্প্রতিক সময়ে টিভি নাটকেও বেশ সময় দিচ্ছেন।

তবে কোনও গানের ভিডিওতে আগে কখনও পাওয়া যায়নি তাকে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘এটাই আমার প্রথম কোনও মিউজিক ভিডিও। মম খুব ভালো গান করে। মূলত তাকে উৎসাহিত করার জন্যই কাজটি করলাম। ’

‘আমার একটাই বোন’ লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীত পরিচালনায় আলী হোসেন। ভিডিওটি নির্মাণ করেছেন মাসুম বাবুল। কোরিওগ্রাফিও তারই। সম্প্রতি বাজনাবিডির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।