ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের জামিনের শুনানি শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
সালমানের জামিনের শুনানি শুরু যোধপুর আদালতের সামনে সালমান খান

শুরু হয়েছে সালমানের জামিনের শুনানি। শনিবার (০৭ এপ্রিল) যোধপুর আদালতে সকাল সাড়ে ১০টার দিকে জামিনের শুনানি শুরু হয়। এসময় আদালতে উপস্থিত ছিলেন, বিচারক রবীন্দ্র কুমার জোশী।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে সালমানের দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মাকে নিয়ে আদালতে পৌঁছান তার দেহরক্ষী শেরা।

এসময় আদালতের সামনে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এমনকি মিডিয়া কর্মীদের উপর হাত তুলতেও দেখা যায় সালমানের দেহরক্ষী শেরাকে।  

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন ‘থর’ মরুভূমির শহর যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে ওই মামলা দায়ের করা হয়।

সালমানের জামিনের শুনানির আগে বিচারক বদলি
** কি হবে সালমানের দেহরক্ষী শেরার?
** সালমানের সঙ্গে দেখা করতে যোধপুরে প্রীতি!
** জেলে চিন্তা ছিল বাথরুম আর ময়লার ঝুড়ি: সালমান
** সালমানের জন্য জেলে যেতে চায় জোড়া বোন
** জামিন মেলেনি সালমানের, শুনানি শনিবার
** কারাগারে সালমানের প্রথম রাত
** যোধপুর কেন্দ্রীয় কারাগারে সালমান
** ৫০০ কোটি রুপির ক্ষতির কারণ হতে পারেন সালমান!
** ৫ বছরের সাজা, জেলে যাচ্ছেন সালমান
** হরিণ শিকার মামলায় দোষী সালমান, বাকিরা বেকসুর খালাস
** সালমানের জন্য রানীর ভালোবাসা, ক্যাটরিনার প্রার্থনা
** যোধপুর আদালতে সালমান-সাইফ-টাবু-সোনালি-নীলম
** ৬ বছর জেল হতে পারে সালমানের!

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।