ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কর্ণিয়ার ‘নববর্ষ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
কর্ণিয়ার ‘নববর্ষ’ কর্ণিয়া/ ছবিঃ বাংলানিউজ

গত বছর প্রকাশ পেয়েছিলো সঙ্গীতশিল্পী কর্ণিয়ার গাওয়া ‘নববর্ষ’ শিরোনামের একটি গান। এ বছর মুক্তি পেলো গানটির মিউজিক ভিডিও। রোববার (০৮ এপ্রিল) বৈশাখ উপলক্ষে ইউটিউবে মুক্তি দেওয়া হয় গানটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এতে পারফর্ম করতেও দেখা গেছে ‘পাওয়ার ভয়েস’খ্যাত এই গায়িকাকে।

কর্ণিয়া বাংলানিউজকে বলেন, “বাংলা নববর্ষ নিয়ে জনপ্রিয় গানের সংখ্যা খুব কম। তাই অনেক আগে থেকে আমার ইচ্ছে ছিলো বৈশাখ নিয়ে একটি ভালো গান করার।

গত বছর ইচ্ছেটি পূরণ হয়েছিলো। এবার মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়ে তা পরিপূর্ণতা পেলো। ”

তিনি আরও বলেন, ‘নিজের গানের সঙ্গে পারফর্ম করতে সবসময় ভালো লাগে। গানটি দিয়ে সবাইকে পরিপূর্ণ বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। সবার ভালো লাগলে কষ্ট সার্থক হবে। ’

‘নববর্ষ’ গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ। সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। ভিডিওটি নির্দেশনা দিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বাংলাঢোলের ব্যানারে ‘নববর্ষ’ গানটি প্রকাশ পেয়েছে।

** ‘নববর্ষ’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
জেআইএম/বিএসকে
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।