ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইপিএল’র বিড়ম্বনায় ইরফান খানের ব্ল্যাকমেইল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
আইপিএল’র বিড়ম্বনায় ইরফান খানের ব্ল্যাকমেইল ইরফান খান অভিনীত ‘ব্ল্যাকমেইল’

বলিউড তারকা ইরফান খান অভিনীত ‘ব্ল্যাকমেইল’ ছবিটি শুক্রবার (৬ এপ্রিল) ১৫৫০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। মুক্তির আগে থেকেই এটি আলোচনায় রয়েছে।

মুক্তির প্রথম দিন ছবিটি আয় করে ২কোটি ৮১ লাখ রুপি। শনিবার (৭ এপ্রিল) ঘরে তুলেছে ৩ কোটি ৮৫ লাখ রুপি।

দু’দিনে ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৬ কোটি ৬৬ লাখ রুপি।  

ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ মনে করছেন দ্বিতীয় দিনে ‘ব্ল্যাকমেইল’র আয় আরও বেশি হওয়ার কথা ছিলো। কিন্তু আইপিএল শুরু হওয়াতে আয় কম হয়েছে।

তিনি জানান, আইপিএল খেলা শুরু হওয়াতে ‘ব্ল্যাকমেইল’ ছবিটি ব্যবসায়িকভাবে বিরূপ প্রভাব পড়ছে। খেলার কারণে হলে দর্শক কম যাচ্ছে এবং ছবিটির আয় কমছে। তবে রবিবার ছবির আয় যদি আশানরুপ হয় তাহলে প্রথম সপ্তাহ শেষে এটি সম্মানজনক অংকের আয় ঘরে তুলবে।  

‘ব্ল্যাকমেইল’ ছবির রিভিউ বেশ ভালো। অনেকে ছবিটির প্রশংসা করছে।  

অভিনয় দিও পরিচালিত ছবিটিতে ইরফান ছাড়া আরও অভিনয় করেছেন কীর্তি কুলহারি, দিব্য দত্ত, অরুণোদয় সিং, উর্মিলা মাতন্ডকর প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
জেআইএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।