ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশীর ‘রঙ্গিলা বৈশাখ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
ঐশীর ‘রঙ্গিলা বৈশাখ’ সংগীতশিল্পী ঐশী

মেডিকেলে পড়াশোনার পাশাপাশি নিয়মিত গানচর্চাও করছেন তরুণ সংগীতশিল্পী ঐশী।

এবার তিনি পহেলা বৈশাখ নিয়ে ‘রঙ্গিলা বৈশাখ’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি ঐশী  রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন।

গানটির প্রসঙ্গে ঐশী বলেন, ‘বৈশাখের গান মানে আনন্দ-উল্লাস। ‘রঙ্গিলা বৈশাখ’ তেমনই একটি গান। আশা করছি বর্ষবরণের দিনে গানটি সবাইকে মাতিয়ে রাখবে।

‘রঙ্গিলা বৈশাখ’র কথা লেখার পাশাপাশি সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীত আয়োজনে ছিলেন ওয়াহেদ শাহীন। পহেলা বৈশাখ উপলক্ষে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রঙ্গিলা বৈশাখ’ প্রকাশ পাবে।

২০১৫ সালে ঐশীর প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’র আত্মপ্রকাশ ঘটে। প্রথম অ্যালবাম দিয়েই তিনি আলোচনায় আসেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।