ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন শহিদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন শহিদ! শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতি

দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে ২০১৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শহিদ কাপুর। ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান মিশা কাপুর। তার বয়স এখন ১৯ মাস।

এসব পুরাতন খবর, নতুন খবর আবার বাবা হতে যাচ্ছেন শহিদ। সম্প্রতি এমনটাই গুঞ্জন উঠেছে বলিউড মহলে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরপাক খাচ্ছে শহিদপত্নির কয়েকটি স্থিরচিত্র। যেখানে মীরার বেবি বাম্প দেখা গেছে। এরপরই গুঞ্জন উঠেছে আবার বাবা হতে যাচ্ছেন শহিদ। তবে এ প্রসঙ্গে তাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মীরা রাজপুতএদিকে, গত বছর জিকিউ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে শহিদ বলেছিলেন, ‘মিরার বয়স এখন ২২ বছর। সে খুব শিগগির দ্বিতীয় সন্তানের মা হতে চায়। সে নিয়ম ভেঙে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে বাচ্চাদের বড় করে নিজে মুক্ত হতে চায়। ’

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।