ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেল থেকে মুক্তি পেয়ে পার্টিতে মজলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
জেল থেকে মুক্তি পেয়ে পার্টিতে মজলেন সালমান সালমান খান, সাকিব সেলিম ও ববি দেওল

হরিণ শিকার মামলায় গত ০৫ এপ্রিল সালমান খানকে ৫ বছরের সাজা দেওয়া হয়। যার ফলে যোধপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছিলো তাকে। সেখানে দুই রাত কাটানোর পর ০৭ এপ্রিল জামিনে মুক্তি পান বলিউডের এই সুপারস্টার।

মামলায় দোষী সাব্যস্ত হলেও সল্লুর তারকা খ্যাতিতে বিন্দু পরিমাণ ভাটা পড়েনি। তাইতো জেল থেকে ফিরে ভক্তদের সঙ্গে দেখা করলেন এবং তারকাদের সঙ্গে পার্টিতে মজলেন ৫২ বছর বয়সী এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পার্টির কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন অভিনেতা সাকিব সেলিম। যেখানে দেখা যাচ্ছে- ‘রেস থ্রি’ ছবির সহশিল্পীদের সঙ্গে পার্টিতে মজে আছেন সালমান। এর ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘ভাই। ’

শুধু পার্টি নয়, মুম্বাইয়ের একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে খুদে পড়ুয়াদের সঙ্গেও সময় কাটিয়েছেন সালমান।

ছবি: সংগৃহীতবিপদের সময় পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে টুইটারে ‘দাবাং’খ্যাত এই তারকা লিখেছেন, ‘যারা আমার পাশে আছেন সেই প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতায় চোখ ভিজে গেছে আমার। তাদের জন্যই কখনও আশা ছাড়িনি। ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। ’

এদিকে, ভাই জেল থেকে মুক্তি পাওয়ায় বেশ খুশি হয়েছেন সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মা। ইনস্টাগ্রামে ভাইয়ের একটি স্থিরচিত্র শেয়ার করে এর ক্যাপশনে অর্পিতা লিখেছেন, “আমার শক্তি, আমার দুর্বলতা, আমার গর্ব, আমার আনন্দ, আমার জীবন, আমার পৃথিবী, তুমি ঈশ্বরের সন্তান। যারা তোমাকে আর তোমার সাফল্য ভালোভাবে নিতে পারে না, ঈশ্বর তাদের মঙ্গল করুক। আমি তোমার জন্য সব সুখ ও ইতিবাচক বিষয় কামনা করি। তোমাকে নিয়ে সবার যতো হিংসা আর নেতিবাচক প্রভাব, তা ধুয়ে মুছে যাক। আমি প্রার্থনা করি, তুমি আরও উন্নতি করো আর তোমার সাফল্য ও ভালো কাজ দিয়ে সবাইকে মুগ্ধ করে দাও। ভালোবাসি ভাই। ’

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।