ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোনমের বিয়ে মুম্বাইয়ে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
সোনমের বিয়ে মুম্বাইয়ে? সোনম কাপুর ও আনন্দ আহুজা

দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনম কাপুর। আগামী ৮ এবং ১২ মে সুইজারল্যান্ডে জেনেভায় হবে তাদের বিয়ের সকল অনুষ্ঠান। কিছুদিন আগে এমনটাই তথ্য প্রকাশ করেছিলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এখন শোনা যাচ্ছে- সুইজারল্যান্ড নয়, মুম্বাইয়েই বিয়ের পরিকল্পনা করেছেন সোনম-আনন্দ। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তবে ভেন্যু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।  

বোন রিয়া কাপুরের প্রযোজিত ‘ভীরে ডি ওয়েডিং’ ছবির কাজ করছেন সোনম। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান, সারা ভাস্কর, শিখা তালসানিয়াসহ প্রমুখ। আগামী ১ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।