ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বৈশাখে কোন ছবিটি দেখবেন?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
বৈশাখে কোন ছবিটি দেখবেন? ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আরিফিন শুভ ও ববির সঙ্গে রণবীর

পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার (১৩ এপ্রিল) দুইটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এগুলো হলো- চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’।

একদিনের ব্যবধানে দুইটি ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে ইউটিউবে।

সায়েন্স ফিকশন ছবি ‘বিজলী’।

এতে চিত্রনায়িকা ববি একজন সুপারহিরো রূপে হাজির হবেন। তার কাছে বিশেষ শক্তি থাকে, যা দিয়ে তিনি মানুষকে সাহায্য করেন। এজন্য তাকে বিপদেও পরতে হয়। তবে সবকিছু ছাপিয়ে অশুভ শক্তিকে পরাজয় বরণ করাবেন বিজলী। ছবিটির ট্রেলার এমনই গল্পের ইঙ্গিত দিচ্ছে।

‘বিজলী’তে ববি ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ ও কলকাতার রণবীর প্রমুখ।

‘একটি সিনেমার গল্প’ ছবিটি নির্মিত হয়েছে চলচ্চিত্রের মানুষদের গল্প নিয়ে। এর ট্রেলারে গতানুগতিক ধারার নির্মাণের আভাস পাওয়া গেছে। লাইট-ক্যামেরার বাইরে তিন তারকার ব্যক্তিগত জীবনের টানাপড়েনের গল্প দর্শক ছবিটিতে দেখতে পাবেন।

এতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, চম্পা, সাবেরী আলম ও সাদেক বাচ্চু।

এদিকে খোরশেদ আলম খসরু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া কথা’ ছবিটিও বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু ছবিটি মুক্তি থেকে পিছিয়ে এসেছে। খসরু বাংলানিউজকে বলেন, ১৩ এপ্রিল মুক্তি দেওয়ার প্রেক্ষাগৃহ পাচ্ছি না। তাই মুক্তি দিচ্ছি না।

** ‘বিজলী’ ছবির ট্রেলার

** ‘একটি সিনেমার গল্প’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।