ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এলোরে বৈশাখ এলো…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এলোরে বৈশাখ এলো… আফ্রি ও সুপ্ত

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উৎসবটির আনন্দ বাড়িয়ে দেয় বৈশাখ নিয়ে তৈরি নানা গান। শিল্পীরাও এই দিনটিকে ঘিরে শ্রোতা ও দর্শকদের উপহার দেন নতুন নতুন গান ও মিউজিক ভিডিও।

এবার বৈশাখ নিয়ে গান বেঁধেছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। সম্প্রতি শেষ হয়েছে ‘এলোরে বৈশাখ এলো’শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণও।

নাচে গানে ভরপুর মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন আফ্রি ও সুপ্ত।

শাহ্ মো.নাজিম চিশতীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন অমিত। ভিডিও নির্মাণ করেছেন রানা ও কোরিওগ্রাফি করেছেন হাবিব।

চৈত্র সংক্রান্তির দিন রনস্ মিউজিকের নিজস্ব ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।