ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথমবার একসঙ্গে বাবা-মেয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
প্রথমবার একসঙ্গে বাবা-মেয়ে আথিয়া শেঠি ও সুনিল শেঠি

সালমান খান প্রযোজিত ‘হিরো’ ছবির মধ্য দিয়ে ২০১৫ বলিউডে পা রাখেন আথিয়া শেঠি। এতে তার সহশিল্পী ছিলেন সুরজ পঞ্চোলি। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি। এরপর তাকে দেখা গেছে ‘মুবারাকা’তে।

বলিউড অভিষেকের পর থেকেই বাবা সুনিল শেঠির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন আথিয়া। শুধু অপেক্ষায় ছিলেন ভালো একটি চিত্রনাট্যের।

অবেশেষে সেটি পেয়ে গেলেন সুনিলকন্যা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুনিল-আথিয়াকে। তবে কোনো ছবি নয়, শিশু কন্যা ও নারী শিক্ষার অধিকার সংরক্ষণে নির্মিত একটি ভিডিওতে দেখা যাবে বাবা-মেয়েকে।

বিষয়টি নিশ্চিত করে আথিয়া বলেন, এরকম একটি প্রকল্পের অংশ হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আগামী ২৮ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হবে ভিডিওটি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।