ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার একসঙ্গে রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আবার একসঙ্গে রণবীর-দীপিকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘রামলীলা’ ছবিতে প্রথম একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

এরপর একই পরিচালকের ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবি দুটিতে অভিনয় করে দর্শকের মন জয় করে নেন তারা। সেই সঙ্গে পেয়ে যান বলিউডের সেরা জুটির তকমা।

মজার ব্যাপার হলো- চতুর্থবারের মতো জুটিবদ্ধ হতে যাচ্ছেন রণবীর-দীপিকা। তবে এবার সঞ্জয়লীলা বানসালির পরিচালিত নয়, যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনসম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, যশরাজ ফিল্মসের প্রযোজিত রোমান্টিক ঘরানার একটি ছবিতে দেখা যাবে রণবীর-দীপিকাকে। এটি পরিচালনা করবেন মনীষ শর্মা। এরই মধ্যে নতুন ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন তারা।

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি রণবীর-দীপিকা। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।      

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।