ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামীর জয়ে আনুশকার উল্লাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
স্বামীর জয়ে আনুশকার উল্লাস আনুশকা শর্মা

শুক্রবার (১৩ এপ্রিল) এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে ছিলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ।

রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে খেলছিলেন অধিনায়ক বিরাট কোহলি। স্বামীকে সমর্থন দিতে মাঠে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

মাঠে খেলার সময় অনবরত করতালি দিয়ে যাচ্ছিলেন আনুশকা। ম্যাচে জয়ের পর দর্শকসারিতে দাঁড়িয়ে স্বামী বিরাটের উদ্দেশে উড়ন্ত চুমুও দেন তিনি।

প্রীতি জিনতা ও আনুশকা শর্মাঅন্যদিকে কিংস ইলেভেন পঞ্জাবের মালিক প্রীতি জিনতা এসেছিলেন দলের ম্যাচ দেখতে।

মজার ব্যাপার হলো- প্রীতি ও আনুশকা একসঙ্গে দুই দলের খেলা উপভোগ করেছেন। সেই সঙ্গে জমিয়ে আড্ডাও দিয়েছেন তারা।

এরই মধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আনুশকা ও প্রীতির বেশ কয়েকটি স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।